সাংবাদিক তানুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৩ জুলাই ২০২১

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক তানভীর হাসান তানুর নামে করা মিথ্যা মামলা বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা অংশ নেন।

jagonews24

মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, দৈনিক কুড়িগ্রাম খবরের প্রকাশক ও সম্পাদক ছানালাল বকসী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, একাত্তর টিভি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার রাজু মোস্তাফিজ, ইন্ডিপেনডেন্ট টিভি ও কালের কণ্ঠের আব্দুল খালেক ফারুক, বাংলা ভিশন ও ইউএনবির শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, নিউজ২৪ ও দৈনিক সংবাদের হুমায়ুন কবির সূর্য, দৈনিক ইত্তেফাক ও বাংলা নিউজের ফজলে ইলাহী স্বপন, জাগোনিউজ২৪.কমের মাসুদ রানা, বার্তা বাজারে সুজন মোহন্ত প্রমুখ।

jagonews24

বক্তব্যে প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু বলেন, ঠাকুরগাঁও হাসপাতালের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে লেখায় সাংবাদিক তানভীর হাসান তানুর নামে ডিজিটাল অ্যাক্টে মামলা অত্যন্ত ন্যক্কারজনক। হাসপাতালের রোগীর খাবার নিয়ে দুর্নীতির বিষয়টি প্রমাণিত হলেও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিক তানভীর হাসান তানুর নামে মিথ্যা মামলা অবিলম্বে বাতিল করা হোক।

jagonews24

কুড়িগ্রাম খবরের প্রকাশক ও সম্পাদক ছানালাল বকসী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, তথ্য প্রদানে বাধা ও হয়রানি বন্ধ করা হোক। সাংবাদিক তানভীর হাসান তানুর বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলসহ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।

মাসুদ রানা/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।