‘টিভি স্টেশনগুলো আরও শিশুবান্ধব হবে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১৯ এএম, ২৩ নভেম্বর ২০২২
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে জুম প্ল্যাটফর্মে আলোচনা সভা

দেশের টিভি স্টেশনগুলো এখনো পুরোপুরি শিশুবান্ধব নয়। তাই স্টেশনগুলো যাতে আরও শিশুবান্ধব হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২০ নভেম্বর) রাত ৮টায় আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা জানানো হয়। আন্তর্জাতিক শিশুভিত্তিক গণমাধ্যম ‌‌‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের অনুষ্ঠান ‘শোনো আমাদের কথা’র উদ্যোগে এই সভা হয়। এটি আয়োজন হয় জুম প্ল্যাটফর্মে।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম এবং ব্যান্ডদল ওয়ারফেজের সদস্য শেখ মনিরুল আলম টিপু।

কাজী নাবিল আহমেদ জানান, দেশের টিভি স্টেশনগুলো যাতে আরও শিশুবান্ধব হয় সে বিষয়ে উদ্যোগ নিতে তথ্যমন্ত্রীকে চিঠি দেবেন তিনি।

এসময় এই সংসদ সদস্য আশা প্রকাশ করেন, দ্রুতই টিভি স্টেশনগুলো শিশুবান্ধব হবে।

প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন মাসুম বলেন, আমাদের গণমাধ্যমগুলো এখনও শিশুবান্ধব হতে পারেনি। এটা খুবই দুঃখজনক।

এছাড়া ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু জানান, তিনি শিশুদের জন্য নতুন গান নিয়ে আসবেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাইল্ড মেসেজের নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী। পরিচালনা করেন চাইল্ড মেসেজের সদস্য ইফতি ও মুমতাহিনা মহি রোহা। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করেন।

জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।