বাজারে ‘প্রতিদিনের বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৪ এএম, ০৮ জানুয়ারি ২০২৩

বাজারে এসেছে নতুন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’। রোববার (৮ জানুয়ারি) বিশাল আয়োজন নিয়ে পত্রিকাটির উদ্বোধনী সংখ্যা বের হয়েছে বাজারে। এখন থেকে পত্রিকাটি নিয়মিতভাবে বাজারে পাওয়া যাবে। এর আগে পত্রিকাটির অনলাইন ও ডিজিটাল মাধ্যম চালু হয়েছে।

এর আগে ২৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে জমকালো আয়োজনে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। সেসময় ছাপা পত্রিকা ৮ জানুয়ারি বাজারে আসবে বলে ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন>> ‘প্রতিদিনের বাংলাদেশ’ বাজারে আসছে ৮ জানুয়ারি

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, ছাপা, অনলাইন ও ডিজিটাল সংবাদ প্রকাশের তিন মাধ্যমে সমান সোচ্চার থাকবে ‘প্রতিদিনের বাংলাদেশ’।

পত্রিকাটির ভাষায়- ‘আমরা বলতে এসেছি বলব, লিখতে এসেছি লিখব’। পত্রিকাটি প্রকাশ করছে রংধনু গ্রুপ। সম্পাদক মুস্তাফিজ শফি এবং প্রকাশক কাউসার আহমেদ অপু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।