নওগাঁ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সম্পাদক শফিকুল


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী (ভোরের ডাক) ও শফিকুল ইসলাম খোকন (মাছরাঙা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সন্ধ্যায় নওগাঁ জেলা তথ্য অফিসার তৌফিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। সহযোগী সদস্য ছিলেন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আতাউর রহমান খোকা ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাসুদুর রহমান রতন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান তৌফিকুল ইসলাম জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৫ জন। এদের মধ্যে ৩৪ জন ভোটাধিকার প্রদান করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতির দুইটি পদে বিশ্বনাথ দাস (অপরাধ অনুসন্ধান) ও আজাদ হোসেন মুরাদ (প্রথম সংবাদ), যুগ্ম-সম্পাদকের দুইটি পদে মীর মোশারফ হোসেন জুয়েল (খবরপত্র) ও শফিক ছোটন (যমুনা টিভি), অর্থ-সম্পাদক পদে আব্দুর রশীদ তারেক (নয়া দিগন্ত), দফতর সম্পাদক পদে আরিফুল হক (বৈশাখী টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার রউফ পাভেল (দ্যা রিপোর্ট ২৪.কম) নির্বাচিত হয়েছেন।

কার্য নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, আসাদুর রহমান জয় (এনটিভি), এবিএম রফিকুল ইসলাম (ফ্রিল্যান্স), এমদাদুল হক সুমন (দৈনিক ইনকিলাব), সুলতানুল আলম মিলন (বাংলাদেশ সময়), বেলায়েত হোসেন (বাংলা ভিশন), এ কে সাজু (চ্যানেল নাইন)।

আব্বাস আলী/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।