ডিইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৩ মার্চ ২০১৬

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে যৌথ সভার আয়োজন করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীকে বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর নবনির্বাচিত কমিটির সব সদস্যকেই ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।   

সভায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার সাহা বলেন, তরুণ সাংবাদিকরা ডিইউজের নেতৃত্বে এসেছে। নিঃসন্দেহে তারা সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন। এই তরুণদের  নিয়েই সাংবাদিকদের আন্দোলন আরো বেগবান হবে।

বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী বলেন, সাংবাদিকদের আবাসন সমস্যার সমাধান করা দরকার। আমরা করতে পারিনি, এ ব্যর্থতা আমাদের। আশা করি, নবনির্বাচিত সভাপতি এ বিষয়টি দেখবেন ও সমস্যা সমাধানে কাজ করবেন।

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বলেন, বর্তমান কমিটিকে সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে।

পত্রিকা মালিক ও সম্পাদকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমিতি করেন, নির্বাচন করেন তাতে কোনো সমস্যা হয় না, সাংবাদিকরা নির্বাচন করলেই সব সমস্যা। আপনারা যেসব সুযোগ সুবিধা ভোগ করেন তা সাংবাদিকদের আন্দোলনের ফসল।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে কাজ করবে বর্তমান কমিটি। সাংবাদিকদের কল্যাণে পরবর্তীতে আমাদের সব কর্মসূচিতে সবাই একাত্মতা প্রকাশ করবেন।

দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের কোনো সমস্যা হলে যেন আমাদের জানানো হয়। সব সমস্যার সমাধান আমরা করবোই।  

DUJ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক বলেন, সংবাদিকদের সবচেয়ে শক্তিশালী এ সংগঠনটির সদস্যদের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি যারা নির্বাচনে অংশ নিতে এসে চাকরি হারিয়েছেন তাদের জন্য একটি তদন্ত কমিটি তৈরি করে তাদের চাকরি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করে দিতে হবে।

ডিইউজের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শাবান মাহমুদ বলেন, আমরা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হই, এরপর সাবেক হয়ে যাই। কিন্ত আপনাদের দাবি, অধিকার কখনোই সাবেক হয় না। সাংবাদিকদের দাবি আদায়ে আমি সর্বাত্মক চেষ্টা করবো।

অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হওয়ার পরও যেসব পত্রিকা ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিগগিরই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু হবে। আশা করি সংগঠনের সকল সদস্য এ আন্দোলনে অংশ নেবেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ ও হারুনুর রশিদ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন- বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, সাবেক সাধারণ সম্পাদক আকরাম খান, আজিজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

এরআগে গত ২০ ফেব্রুয়ারি ডিইউজে নির্বাচনে শাবান মাহমুদ সভাপতি ও সোহেল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ নির্বাচনে দফতর সম্পাদক পদে নির্বাচিত হন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বল। এছাড়া নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানা শিউলি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সেবিকা রাণী, প্রচার সম্পাদক আখতার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মজিবুর রহমান খান বাবু, জনকল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি।

এছাড়া ৯ সদস্যের নির্বাহী কমিটিতে নির্বাচিতরা হলেন- শামীমা আখতার, এ এম শাহজাহান মিয়া, মর্তুজা হায়দার লিটন, সলিমুল্লাহ সেলিম, জান্নাতুল ফেরদৌস চৌধুরী, দুলাল খান, সোহেলী চৌধুরী, দেবাশীষ রায় ও মঞ্জুশ্রী বিশ্বাস।

এএস/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।