পাখির বন্ধু এবার পুলিশ, পুরস্কার পাচ্ছেন সার্জেন্ট মৃত্যুঞ্জয়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:১১ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

বাংলাদেশে পাখিপ্রেমীদের অন্যতম সংগঠন এসোসিয়েশন অব প্যারোট এন্ড প্যারাকিট স্টকব্রিডার্স, বাংলাদেশ (এপিপিএস) তাদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। তৃতীয় বর্ষে পদার্পণের প্রাক্কালে দ্বিতীয় পাখি-বন্ধু পুরস্কার ঘোষণা করেছে। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম নিলা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর পাখিপ্রেম ও সুরক্ষায় অনন্য অবদান রাখায় বাংলাদেশ পুলিশের আলোচিত সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

দীর্ঘ সময় ধরে শহরাঞ্চলের প্রকৃতিতে বসবাসকারী শালিক পাখিদের নিয়মিত খাবার সরবরাহ এবং তাদের প্রজননের জন্য প্রয়োজনীয় পরিবেশ গড়ে তোলার অসাধারণ উদ্যোগের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

পাখি-বন্ধু পুরস্কারটির বর্তমান অর্থমূল্য ১০ হাজার টাকা মাত্র। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে যা ভবিষ্যতে আরও বড় অংকে উন্নীত করতে সংগঠনটি আন্তরিকভাবে সচেষ্ট।

এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধুমাত্র এ পুরস্কারই নয়, বরং বাংলাদেশের পাখিপালন শিল্পে নানান সময়ে ও পর্যায়ে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তিনজন খ্যাতনামা ব্যক্তিকেও বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এই বিশেষ সম্মাননা পাচ্ছেন এভিকালচারাল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি মো. আব্দুল হামিদ বকুল, এক্সোটিক বার্ড ব্রিডার্স এসোসিয়েশনের সভাপতি মো. আজিজুল হক ফরহাদ এবং এক্সোটিক বার্ড ব্রিডার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ।

সংগঠনের আসন্ন সাধারণ সভা ও ৩য় বর্ষে পদার্পণ উৎসবে এসব পুরস্কার ও সম্মাননা উল্লেখিত ব্যক্তিবর্গের হাতে তুলে দেবেন এপিপিএস’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এম এ মান্নান।

গত বছর প্রথমবারের মতো এই পুরস্কার পেয়েছিলেন পাবনা জেলার প্রকৃতি ও পাখি প্রেমিক জনাব আকাশ কলি দাস। তিনি বন ও বন্যপাখির সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে সারাদেশে আলোচিত হয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১ মে একটি অরাজনৈতিক, অলাভজনক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় এসোসিয়েশন অব প্যারোট এন্ড প্যারাকিট স্টকব্রিডার্স, বাংলাদেশ (এপিপিএস)। সংগঠনটি দেশের এক্সোটিক পাখিপালকদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সংযুক্তির মাধ্যমে একটি সংগঠিত, নৈতিক ও পরিবেশবান্ধব পাখিপালন শিল্প গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংগঠনটি শুধু পোষা পাখির দায়িত্বশীল পালনেই নয়, বরং দেশীয় ও শহরাঞ্চলের প্রকৃতিতে বাস করা পাখিদের খাদ্য, আবাসন, প্রজনন ও সুরক্ষা এবং প্রাণী অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পাখি-বন্ধু পুরস্কার প্রবর্তনের মাধ্যমে সংগঠনটি সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তিদের উৎসাহিত করছে, যারা তাদের অসাধারণ কর্ম ও আন্তরিক সদিচ্ছার মাধ্যমে প্রকৃতির অকৃত্রিম বন্ধু হিসেবে নিজেদেরকে পরিচিত করাতে পেরেছেন।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া ইসলাম নিলা জানান, ‘পোষা পাখি হোক সুস্থ, বনের পাখি থাক মুক্ত’- এ স্লোগান নিয়ে সারা দেশে ছড়িয়ে থাকা উল্লেখযোগ্য সংখ্যক সদস্য সংগঠনটির দ্বিতীয় বর্ষ পূর্তি উৎসব পালনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।