শোকের মাসের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা


প্রকাশিত: ০৯:১৭ পিএম, ৩১ জুলাই ২০১৫

শোকাবহ আগস্ট মাস শুরুর প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডী ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন এবং শপথ বাক্য পাঠের মাধ্যমে কর্মসূচির আরম্ভ করা হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেও বিপুলসংখ্যক আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, অন্যান্য সংগঠন ও সাধারণ জনগণ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়াও নিরবতা পালন, মিলাদ এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।