ট্রাফিক পুলিশ প্রধান
নিয়ম মেনে পোশাক পরা ও মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেছেন, পুলিশের ড্রেসরুলস মেনে যথাযথভাবে পোশাক পরিধান করতে হবে এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নির্দেশনায় রোববার (৯ ফেব্রুয়ারি) রাজারবাগস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ডিএমপির ট্রাফিক রমনা, মতিঝিল, লালবাগ ও ওয়ারী বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে তিনি এ কথা বলেন।
মাস্টার প্যারেড পরিদর্শন শেষে ট্রাফিক পুলিশ প্রধান মো. সরওয়ার ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, রাজধানীর ট্রাফিক জ্যাম দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। তাই সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করে জ্যাম যত নিয়ন্ত্রণে রাখা যাবে ঢাকা শহর তত ভালো থাকবে।
আরও পড়ুন
- সহিংস ঘটনার ছবি-ভিডিও ওয়েবসাইটে আপলোডের আহ্বান পুলিশের
- পরাজিত শক্তিকে কেউ রাখেনি, আমরা অতটা অমানবিক হতে পারিনি
তিনি বলেন, নগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রণে পেশাদারত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ট্রাফিকের দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে এ সময় জানান তিনি। এছাড়াও তিনি ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত দিক ও ব্যারাকের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনিদের্শনা দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত আজকের মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার। মাস্টার প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাইন বিল্লাহ ফেরদৌস এবং সহকারী অধিনায়ক হিসেবে ছিলেন ট্রাফিক-ওয়ারী বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।
এ সময় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামান ও ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টিটি/ইএ