জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকদের অবস্থান কর্মসূচি কাল

ন্যায্য দাবি আদায়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশের ক্ষতিগ্রস্ত প্রবাসী শ্রমিকরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত ফেরত প্রবাসীদের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে প্রবাসী শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি ২০২৫, জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। যাতে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে, এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ হাতে নেওয়া হয়নি।
তাদের অভিযোগ, আমাদের বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যার কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।
শ্রমিকরা জানান, এই প্রেক্ষাপটে, আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের বাসভবনের (যমুনা) সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব।
প্রবাসী শ্রমিকদের প্রধান দাবিগুলো-
১. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে।
২. ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে।
৩. প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
আরএএস/এএমএ/এমএস