সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সড়কে সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।

সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া

ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, তা জানা যায়নি।

এএএইচ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।