সহকারী শিক্ষক নিয়োগ

চূড়ান্ত নিয়োগের দাবিতে সুপারিশপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া নির্বাচিত প্রাথমিক সহকারী শিক্ষক প্রার্থীরা তাদের যোগদান করানোর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি করেন পালন করেন তারা। এরপর বিকাল সাড়ে ৪টায় তারা প্রেস ক্লাব থেকে চলে যান।

জানা যায়, সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণ করার অভিযোগে উত্তীর্ণদের ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগবঞ্চিত ৩০ প্রার্থী হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি নিয়ে গত বছরের ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

কর্মসূচিতে তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। ১ম ও ২য় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম এবং অপেক্ষমাণ তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কিন্তু তৃতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে তালবাহানা।

তারা আরও বলেন, তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৩ সালের ১৪ জুন এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৯ মার্চ। ফলাফল প্রকাশ করা হয় ২০২৪ সালের ২১ এপ্রিল এবং ভাইভা সম্পন্ন হয় ২০২৪ সালের ১২ জুন। পরে আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওই বছরের ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে ৬৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এরপর সুপারিশ না পাওয়া ৩০ জন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেন, গত ১৪ জানুয়ারি প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়ের সঙ্গে আমাদের প্রতিনিধিদল দেখা করলে তিনি আমাদের সুপারিশপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের মধ্যে সবার নিয়োগ চূড়ান্তকরণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ইতোমধ্যে চেম্বার জজ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে সাতটি শুনানির পর চূড়ান্ত জাজমেন্টে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ফলাফল বাতিল ঘোষণা করা হয়।

এসময় তারা আরও বলেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আমাদের মিথ্যা আশ্বাস দেওয়ার কারণ বোধগম্য হচ্ছে না। আমরা সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দ্রুত আমাদের চূড়ান্ত নিয়োগের সঙ্গে যোগদানের পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই। তা না হলে আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দেবো।

আরএএস/এএমএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।