জাতীয় ঐকমত্যের মাধ্যমে সনদ হবে, তার ভিত্তিতে নির্বাচন: সাইফুল হক

বিল্পবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশন থেকে বলা হয়েছে কোনো প্রস্তাবনা ঐকমত্য কমিশন বা সরকারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়ার মনোভাব তাদের নেই।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, যেসব প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হতে পারবে সেই ভিত্তিতে আলাপ আলোচনা করে তারা চেষ্টা করবে একটি জাতীয় সনদ তৈরি করার। সেই সনদের ভিত্তিতে পরবর্তী সময় জাতীয় নির্বাচন, সংবিধান সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের যে প্রশ্ন তা বিবেচনা করা হবে।
সাইফুল হক বলেন, আজকে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হবে না। এটি একটি উদ্বোধনী সভা। তারা বলেছেন এই সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর, জনগণ ও আন্তর্জাতিক মহলের সমর্থন রয়েছে।
আরেকটা বিষয় ড. ইউনূস পরিষ্কার করে উল্লেখ করেছেন, ভারত বাংলাদেশবিরোধী যে নীতি যা আমাদের বিপর্যয়ে ফেলছে। তবে সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু বাস্তবে অভ্যুত্থান ও জনগণের বিরুদ্ধে ভারতের নালিশ আমলে নেয়নি সেই কথা স্পষ্ট করে প্রধান উপদেষ্টা বলেছেন।
এসময় তিনি আরও বলেন, অনেক কমিশন হয়েছে কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। আমরা এ বিষয়ে প্রস্তাবনা দিয়েছি।
এএএম/এসএনআর/এএসএম