শৈলকূপা নিবাসী বিসিএস অফিসার্স ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

‘জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে’ স্লোগানে ঝিনাইদহের শৈলকূপা নিবাসী বিসিএস কর্মকর্তাদের মতবিনিময় সভা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শৈলকুপার কৃতি সন্তান ও বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ শৈলকুপার বিভিন্ন পর্যায়ের বিসিএস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার রাতে ঢাকা রিজেন্সি হোটেলে শৈলকুপার উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে এ অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, শৈলকূপা নিবাসী বিসিএস কর্মকর্তারা যে যার অবস্থানে থেকে শৈলকুপার উন্নয়নে অবদান রাখবেন।
শৈলকুপার উন্নয়নে কর্মকর্তাদের সারথি হিসেবে সব সময় অ্যাটর্নি জেনারেল সঙ্গে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শৈলকূপা নিবাসী বিসিএস অফিসার্স ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খানকে উপদেষ্টা করা হয়। এছাড়া সাত সদস্যবিশিষ্ট কমিটিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিনকে আহ্বায়ক ও যুগ্ম সচিব মো. গিয়াস উদ্দিনকে সদস্য সচিব ও ঢাকা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার আমির খসরুকে কোষাধ্যক্ষ করা হয়।
অন্য সদস্যরা হলেন- স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুস সালাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফারজানা সুলতানা, কুমিল্লা শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. মো. শফিকুল ইসলাম হিরণ এবং সহকারী অধ্যাপক মোছা. আশরাফুন্নাহার।
নবগঠিত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে একটি গঠনতন্ত্র প্রণয়নসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।
টিটি/এমআরএম/জিকেএস