ট্রেনের টিকিট পেতে ১৫ মিনিটে ১৭ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৪ মার্চ ২০২৫
ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ/ প্রতীকী ছবি

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ। এদিন সকালে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়। পরে দুপুর ২টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। টিকিট বিক্রি শুরুর পর প্রথম আধা ঘণ্টার শেষ ১৫ মিনিটেই ১৭ লাখ বার ওয়েবসাইটে হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাৎ হোসেন।

তিনি বলেন, দুপুর ২টায় টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর ২টা ১৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত ১৭ লাখ বার ওয়েবসাইটে হিট করা হয়। এরই মধ্যে অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে টিকিটের সংখ্যা এমনিতেই কম। সব মিলিয়ে ১৭ হাজারের কিছু বেশি আসন আমরা দিতে পারছি।

এনএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।