মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের সদস্য রুবেল গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭ এএম, ১৮ মার্চ ২০২৫
গ্রেফতার মো. রুবেল

রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার মাদক কারবারি ও কিশোর গ্যাং নেতা কবজি কাটা আনোয়ার এবং টুন্ডা বাবুর অন্যতম সহযোগী মো. রুবেল ওরফে পানি রুবেলকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৮ ও র‍্যাব-২। তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু জানান, মো. রুবেল ওরফে পানি রুবেল রাজধানীর বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। তিনি টুন্ডা বাবুর মাধ্যমে কবজি কাটা আনোয়ারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। তাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত রুবেল।

পানি রুবেল কবজি কাটা আনোয়ারের নির্দেশে মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারি, ভূমি দখল, চুরি-ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন সস্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার গ্রেফতার হওয়ার পর রুবেল সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণ করছিলেন।

এএসপি খান আসিফ তপু আরও জানান, রুবেলের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করেছেন। সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল ফোন, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন। এছাড়া রাত গভীর হলেই বাসা বাড়ি, ফ্লাটে ও গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে নিতেন।

টিটি/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।