আনোয়ারুল ইসলাম

ইসি সিদ্ধান্ত নিলে দেশি সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২০ মার্চ ২০২৫

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নিলে দেশি সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হবে। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তো বাতিল।

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নিবন্ধনের গণবিজ্ঞপ্তির বর্তমান অবস্থান জানতে চাইলে তিনি বলেন, রিট হয়েছে। আদালত থেকে রুলের আদেশ এখনো আসেনি। এলে সেটা দেখার পর বলতে পারবো, সুনির্দিষ্টভাবে আদেশ না দেখে বলা যাবে না। নিবন্ধন দলগুলো যদি চায়, শর্তপূরণ হলে দেবে। যদি না চায় তাহলে তো লাগবে না। আগামী সপ্তাহে রায়ের কপি হয়তো পাবো, তখন বলতে পারবো।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আমরা একটা খসড়া করেছি পর্যবেক্ষকদের জন্য। কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে তো বাতিল। আমরা বিদ্যমান নীতিমালা ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুসারে এগোচ্ছি।

নির্বাচন কমিশনার বলেন, ভোটকেন্দ্র নীতিমালা নিয়েও কথা বলেছি। একটা খসড়া দাঁড় করাতে চাচ্ছি। সীমানা নির্ধারণ নিয়ে এখনো কোনো আপডেট নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন বিষয়ে অনেকেই তো বিতর্কিত। নির্বাচন সংশ্লিষ্ট যারা ছিলেন নিঃসন্দেহে বিতর্কিত। ভবিষ্যতে যাতে বিতর্কের সৃষ্টি না হয়, অস্বচ্ছতা যেন না হয়, সেজন্য আমরা সর্বতোভাবে প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ বিতর্কের সৃষ্টি হবে না।

যারা বিতর্কিত ছিলেন তাদের বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছেন, তাদের তো চাকরি চলে গেছে। শাস্তিমূলক ব্যবস্থা হোক বা প্রতিরোধমূলক ব্যবস্থা হোক, সরকারও নিচ্ছে কমিশনও নিচ্ছে। ভবিষ্যতে হবে না এমনটাই মনে করি। সুনির্দিষ্ট পদ পদবির বিষয় না। একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন, এবং নজিরবিহীন সুন্দর নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন তার জন্য নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

এমওএস/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।