ড. ইউনূসের সফর
গ্রেট হল থেকে বাইরে এসে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না। বাংলাদেশের জন্য ব্যতিক্রম করে তিনি হাসিমুখে গ্রুপ ফটো তোলার সুযোগ করে দিয়েছেন।
আজ (রোববার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যেকোনো একটা ভিজিটে অঙ্গভঙ্গি দেখে বোঝা যায়, মেহমানকে কতটা গুরুত্বের সঙ্গে ও সাদরে বরণ করে নেওয়া হচ্ছে। এছাড়াও চীনের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় লিখিত নোটের বাইরে গিয়ে স্মরণ করেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্রঋণ অধ্যয়ন করেছেন, সেখানকার দারিদ্র্য বিমোচনের জন্য প্রয়োগ করেছেন।
এমইউ/এমএইচআর/জেআইএম