মার্চ ফর গাজা কর্মসূচিতে শরবত-পানি-খেজুর-বিস্কুট বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১২ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের পক্ষে সংহতি ও গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে আসা লোকজনের মধ্যে শরবত, পানি, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর মৎস্য ভবন ও শাহবাগ এলাকায় পিকআপ, ভ্যানগাড়ি ও রিকশায় শরবত বিতরণ করতে দেখা গেছে।

মার্চ ফর গাজা কর্মসূচিতে শরবত-পানি-খেজুর-বিস্কুট বিতরণ

শিল্পকলা একাডেমির সামনে শরবত বিতরণ করতে দেখা গেছে মীরহাজীরবাগ এলাকা থেকে আসা মুস্তাফিজুর রহমানকে। তিনি বলেন, যারা ফিলিস্তিনের অসহায় জনগণের প্রতি সংহতি জানাতে এসেছেন এবং ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন গরমে তাদের কষ্ট লাঘব করতে আমরা পানি, স্যালাইন, বিস্কুট বিতরণ করছি।

মৎস্য ভবন এলাকায় পিকআপে করে শরবত বিতরণ করে সেগুনবাগিচা ইমাম ও খতিব সমিতি। একটু সামনে আগালেই বড় পিকআপে করে খেজুর বিতরণ করেন তারা।

এসইউজে/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।