বাড্ডায় ১১ লাখ টাকা চুরি, কক্সবাজারে নারীসহ গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

রাজধানীর বাড্ডায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধারসহ জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) এবং মো. মাসুম মোল্লা (১৯)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলি রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাড্ডা এলাকার কুমিল্লাপাড়া লিংক রোডে পাথর ও কয়লার আমদানি-রপ্তানির ব্যবসা করেন মো. শরীফ হুমায়ুন কবির। তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. মাসুদ কাজীকে গত ১৩ এপ্রিল দুপুরের দিকে ডাচ্-বাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা করার জন্য পাঠান। কিন্তু মাসুদ টাকা জমা না দিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। মাসুদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পান শরীফ।

এ ঘটনায় শরীফের অভিযোগের ভিত্তিতে কর্মচারী মাসুদসহ তিনজনের বিরুদ্ধে বাড্ডা থানায় ১৪ এপ্রিল একটি মামলা রুজু করা হয়।

jagonews24

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সঙ্গে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার দিনগত রাত ২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় কক্সবাজারের কলাতলী এলাকার সি নাইট রিসোর্টে অভিযান পরিচালনা করে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম কাজীর কাছ থেকে চুরি হওয়া নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা উদ্ধার টাকা চুরি করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।