চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাকের ধাক্কায় আবু তালেব (৫৫) নামে এক সিএনজি অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে আনোয়ারা সদরের সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব চন্দনাইশ থানার কেশুয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চট্টগ্রাম শহরমুখী একটি ট্রাক বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু তালেবের মৃত্যু হয়।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেওয়া ঘাতক ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক। ট্রাকটি পণ্য নিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন একজন, আরেকজন আহত।
এমডিআইএইচ/এমআরএম/এমএস