নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী মাহিয়া গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৮ মে ২০২৫
মাহিয়া রহমান

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের উপ-নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক মাহিয়া রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ক্যাম্পাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাহাৎ খান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেত্রী মাহিয়া রহমানকে গ্রেফতার করা হয়েছে।

jagonews24

জানা গেছে, মাহিয়া রহমানের বাবা বরিশাল সদরের ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতা। জুলাই আন্দোলনের সময়ে মাহিয়া রহমান ছাত্র-জনতার বিরুদ্ধে রাজপথে অবস্থানের অভিযোগ রয়েছে।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।