চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১১ মে ২০২৫

চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ। রোববার (১১ মে) সকাল সাড়ে আটটার দিকে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কক্সবাজার জেলার সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের খুরুশকুল গ্রামের মো. জালালের ছেলে সাদ্দাম হোসেন (২৮), চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানাধীন বেতাগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম বেতাগী গ্রামের নির্মল কান্তি দাশের ছেলে সুমন দাশ (৩৯) এবং হাটহাজারী থানাধীন ধুপফুল গ্রামের আবদুল মান্নানের ছেলে তৌহিদুল ইসলাম (২৩)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোহরা এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনজনই গত ২ এপ্রিল সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত।

গ্রেফতারদের রোববার দুপুরে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।