ডিএনসিসি হাসপাতালে খোলা হলো হিটস্ট্রোক সেন্টার, বিনামূল্যে সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১১ মে ২০২৫
হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসায় মহাখালীতে ডিএনসিসি হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে/ছবি সংগৃহীত

চলমান তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসায় মহাখালীতে অবস্থিত ডিএনসিসি হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। যেখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

রোববার (১১ মে) ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় মসজিদ কমিটির মাধ্যমে আজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ ও অজুখানা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্মদিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ডিএনসিসির জনগুরুত্বপূর্ণ এই সেবাটি অন্তর্ভুক্ত করা হয়েছে। হিটস্ট্রোকে আক্রান্তরা ৯৯৯-এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে পাবেন।

এমএমএ/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।