শাহবাগ ছেড়েছেন জুলাই আহতরা, জাদুঘরের সামনে অবস্থান

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা
আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করা ও জুলাই সনদ প্রকাশ এবং সুচিকিৎসার দাবিতে শাহবাগ মোড় থেকে সরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। এতে স্বাভাবিক হয়েছে শাহবাগ দিয়ে যানচলাচল।
রোববার (১১ মে) রাত ১০টায় শাহবাগ মোড় থেকে সরে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।
এর আগে রাত ৯টায় পুলিশ এসে প্রথমে শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ চারটি সড়কের ব্যারিকেড তুলে দেয়। এরপর যানচলাচল শুরু হয়। তবে এরপরও শাহবাগ মোড়ের মাঝখানে বসে স্লোগান দিচ্ছিলেন আহতরা। পরে তারা জাদুঘরের সামনে চলে যান।
আন্দোলনরতরা বলছেন, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসব দাবিতেই মূলত তারা এখনো অবস্থান নিয়ে আছেন।
এনএস/এসএএইচ