রাজধানীতে আওয়ামী লীগের আরও চার নেতা গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১২ মে ২০২৫
পুলিশের অভিযানে গ্রেফতার চারজন

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- চকবাজার এলাকার ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ৩২ নম্বর ওয়ার্ড যুব লীগের সাবেক সভাপতি মো. আরমান (৫৩), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭, ৬৮, ৬৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ২ নম্বর গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল (৪৫) ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিট সদস্য মো. সুমন (৩৫)।

সোমবার (১২ মে) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

আরও পড়ুন

তিনি জানান, রোববার (১১ মে) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর চকবাজার থানার চম্পাতলি এলাকা থেকে মো. আরমানকে গ্রেফতার করে ডিবি সাইবার ইউনিটের একটি টিম। অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের একটি দল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুর থানাধীন সানরাইজ প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মাহফুজা আক্তার হিমেলকে গ্রেফতার করে।

একইদিন রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে মো. মোজাম্মেল ও মো. সুমনকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতংক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।