প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে বন্দর উন্নয়ন অপরিহার্য

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর উন্নয়ন করা গেলে শহর ও জেলার সড়ক যোগাযোগ অনিবার্যভাবেই উন্নত হবে।

বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী অক্সিজেন-হাটহাজারী সড়কের যানজট পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হলে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এটি ছাড়া বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে সঙ্গে এর সড়ক অবকাঠামোও অনিবার্যভাবে উন্নত হবে।

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ১৬ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

তিনি জানান, প্রতিদিন গড়ে ৩১ হাজার ৯৫৫টি যানবাহন এই সড়ক ব্যবহার করে, যার ৭৬ শতাংশই দুই চাকার যান, যা যান চলাচলে ধীরগতির কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, সড়কটির পাশে থাকা নয়টি বাজারও যানজটের সৃষ্টি করে, যার সমাধানে বাজারগুলো অপসারণের প্রস্তাব দেন।

প্রধান প্রকৌশলী জানান, ষোলশহর থেকে রেলওয়ের জমি ব্যবহার করে একটি পৃথক সড়ক নির্মাণ করা হলে মূল সড়কের ওপর চাপ কমবে। তিনি অক্সিজেন-হাটহাজারী সড়কে যানজট নিরসনে এলিভেটেড হাইওয়ে নির্মাণেরও পরামর্শ দেন।

চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকরাও যানজট নিরসনে বিভিন্ন পরামর্শ দেন, যার মধ্যে প্রতি ২০০ থেকে ৪০০ মিটার পরপর একটি ওভারপাস নির্মাণের প্রস্তাবও ছিল।

এমইউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।