দেশের ১৯ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ২০ মে ২০২৫
আজ ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল/ছবি জাগো নিউজ

দেশের ১৯ অঞ্চলে রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

অঞ্চলগুলো হলো- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও সিলেট।

মঙ্গলবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১টার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে দেশজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাজধানী ঢাকায়ও দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টিপাত কমতে পারে। তবে বিচ্ছিন্নভাবে সারাদেশে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি তাপমাত্রা বাড়বে।

আরএএস/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।