থেমে থেমে বৃষ্টি, থাকবে আর কতদিন?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২০ মে ২০২৫
দীর্ঘক্ষণ ধরে চলছে বৃষ্টি/ ছবি: মাহবুব আলম

গত কয়েকদিন থেকে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হচ্ছে বিচ্ছিন্নভাবে। আজ (মঙ্গলবার) দুপুর ১টা থেকে বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে নগরীতে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, এখন যে বৃষ্টি হচ্ছে, এটা বিচ্ছিন্নভাবে এবং থেমে থেমে। এতে তাপমাত্রা অনেকটা কমেছে। এখন যেহেতু কালবৈশাখীর মৌসুম, তাই আগামীকালও কম বেশি বৃষ্টিপাত থাকতে পারে। তবে কাল তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ ও পথচারীরা। টানা বৃষ্টিতে কাজে বিঘ্ন ঘটছে তাদের।

থেমে থেমে বৃষ্টি, থাকবে আর কতদিন?

পল্টন মোড়ে রিকশাচালক হামিদুর রহমান জাগো নিউজকে বলেন, দুপুর থেকে যে শুরু হয়েছে, থামাথামি নাই। এভাবে বৃষ্টি হলে মানুষ কম বের হয়, আবার বেশিক্ষণ রিকশা চালানো যায় না। বৃষ্টি হলে যানজটও বেড়ে যায়।

কাকরাইল মোড়ে কথা হয় অফিসগামী হাসানের সঙ্গে। তিনি বলেন, অফিস থেকে বের হয়েছি, বাসে সিট পাই না। বৃষ্টিতে হেঁটে হেঁটে যাওয়ারও উপায় নেই। সকাল থেকে রোদ হওয়াতে ছাতা নিয়ে বের হইনি।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে হচ্ছে বেশি।

আরএএস/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।