বাবা-মা দুবাইতে, ভাইকে খুন করে লাশ নিয়ে পালাচ্ছিলেন ছোট ভাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২২ মে ২০২৫
চান্দগাঁও থানা, সংগৃহীত ছবি

চট্টগ্রামে ছোট ভাই ও তার স্ত্রীর হাতে খুন হয়েছেন বড় ভাই সাহেদ (৩৫)। এ ঘটনায় পুলিশ ছোট ভাই মো. জাহেদ (২৭) এবং তার স্ত্রী তাসমিন বিনতে আসলাম ওরফে ওহিকে (২৬) আটক করেছে।

বৃহস্পতিবার ভোররাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। নিহত সাহেদ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের জালাল আহম্মদের ছেলে। সাহেদ-জাহেদের বাবা-মা দুজনই মধ্যপ্রাচ্যে থাকেন। পুলিশ জানিয়েছে, ঘাতক জাহেদ ও তার স্ত্রী ওহি মাদকাসক্ত।

চান্দগাঁও থানার ওসি আফতাব হোসেন জাগো নিউজকে বলেন, নিহত সাহেদ ও গ্রেফতার জাহেদ, আপন দুই ভাই। তাদের বাবা-মা দুবাইয়ে থাকেন। চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকে একটি ভবনে তাদের নিজস্ব দুটি ফ্ল্যাট রয়েছে। একটিতে তারা থাকতেন। অন্যটি ভাড়ায় দিয়েছেন। জাহেদ ও তার স্ত্রী মাদকাসক্ত। তারা সাহেদকে কুপিয়ে হত্যা করেছেন। পরে রাতের আঁধারে মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার সময় খবর পেয়ে তাদের আটক করা হয়।

মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আফতাব হোসেন।

এমডিআইএইচ/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।