মাথায় গুলি করে যুবককে হত্যা: শুটার মেহেদী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৩ মে ২০২৫
গ্রেফতার মেহেদী হাসান

কথা কাটাকাটির জেরে সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যার ঘটনায় প্রধান আসামি (শুটার) মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। এসময় একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর মিরপুর-১ নম্বরে র‍্যাব-৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন র‍্যাব-৪ এর সিপিসি-২, সাভার ক্যাম্পের সদস্যরা।

মাথায় গুলি করে যুবককে হত্যা: শুটার মেহেদী গ্রেফতার

লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব বলেন, ভিকটিম মো. শাহীন পেশায় একজন রংমিস্ত্রী। গত ১৯ মে রাতে পূর্বশত্রুতার জের ধরে ঢাকা জেলার সাভার থানার তালবাগের বরুনের মালিকানাধীন কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে শাহীনের সঙ্গে মেহেদী হাসানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামি মো. মেহেদী হাসান তার রিভলবার দিয়ে শাহীনের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান শাহীন।

তিনি বলেন, হত্যাকাণ্ডের পর মেহেদী হাসান পলাতক ছিলেন। পরবর্তী সময়ে র‍্যাব-৪ গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে তাকে আইনের আওতায় আনতে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় গতরাতে জিএমপির গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ মেহেদীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতার মেহেদী পেশায় একজন জমির দালাল। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেআর/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।