ডিএনসিসি

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় প্রতি ওয়ার্ডে থাকবেন ১৫ স্বেচ্ছাসেবক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৮ মে ২০২৫
ডিএনসিসির সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক প্রস্তুতি সভার করা হয়েছে

কোরবানির ঈদ উপলক্ষে বর্জ্য ব্যবস্থাপনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। বুধবার (২৮ মে) ডিএনসিসির সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই বিষয়ক এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঈদে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ডভিত্তিক ১৫ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে বলে সভায় জানানো হয়।

এসময় প্রশাসক বলেন, শহর পরিচ্ছন্নতায় যারা দিন-রাত পরিশ্রম করেন তাদের স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে। এবং সিটি করপোরেশনের জনবল সংকট উত্তরণে দ্রুত শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে।

সভায় কোরবানির বর্জ্য দ্রুততার সঙ্গে অপসারণের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এ বি এম সামসুল আলম ও সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এমএমএ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।