চট্টগ্রামে বামনেত্রীকে লাথি মারা কর্মীকে বহিষ্কার করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ৩১ মে ২০২৫

চট্টগ্রামে বামদলীয় গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে এক নেত্রীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরী নামের এক কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে দলের চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে হামলাকারী আকাশ চৌধুরীকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, ২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি সংগঠনের কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ও ঘৃণ্য দৃশ্যের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যাখ্যা ব্যতীত আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেদিন প্রেসক্লাবে আয়োজিত দুটি সংগঠনের কর্মসূচি সম্বন্ধে আমরা পূর্ব থেকে ওয়াকিবহাল ছিলাম না। তাই আমাদের কোনো পর্যায়ের জনশক্তিকে সেখানে যাওয়ার নির্দেশনার প্রশ্নই ওঠে না। সেদিনের সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাই এই ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াতে ইসলামী বহন করবে না।

ওই বিবৃতিতে আরও বলা হয়, সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত দায়ী ব্যক্তিদের ওপরই বর্তায়। বিশেষ করে আকাশ চৌধুরী নামে সংগঠনের একজন কর্মী ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি ব্যতিরেকে উপস্থিত হয়ে ওই কর্মসূচিতে যে কাজ করেছেন তা চরম নিন্দনীয়। একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াত দেশব্যাপী পরিচিত। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। কোনোভাবেই আমরা এ ধরনের কার্যক্রমকে প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নই।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসের প্রতিবাদে গত বুধবার বিকেলে জামানখান প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে গণতান্ত্রিক ছাত্র জোট। ছাত্রজোট কর্মসূচি শুরু করার পরপরই বিরোধিতা করে সেখানে মিছিল নিয়ে আসে শাহবাগবিরোধী ঐক্য। এসময় পুলিশ দুইপক্ষকে নিবৃত করার চেষ্টা করে। পুলিশ ব্যারিকেডে দুইপক্ষ একে অন্যের বিরোধিতা করে স্লোগান দিতে থাকে।

এসময় একে অন্যের বিরুদ্ধে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। শাহবাগবিরোধী ঐক্যের লোকজন ছাত্রজোটের নেতাকর্মীদের ওপর হামলা চালান। ছাত্রজোটের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে সরে যাওয়ার সময় সেখানে হামলায় গণতান্ত্রিক ছাত্রজোটের নারীনেত্রীসহ কয়েকজন আহত হন। এসময় এক নারীনেত্রীকে লাথি মারেন আকাশ।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।