চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮ এএম, ০৩ জুন ২০২৫
ডিবির হাতে গ্রেফতার ছয়জন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিনসহ ছয়জনকে রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার অন্যরা হলেন- গলাচিপা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান ওয়ানা মারজিয়া নিতু (৪৬), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সহ-সভাপতি মো. আব্দুস সালাম (৫৭), দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নাসির আহমেদ (৬০), ঢাকা দক্ষিণ ২৪নং ওয়ার্ড লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. নুরুল হক (৬২), মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প বাজার ইউনিট আওয়ামী লীগের সেক্রেটারি মো. সাঈদ ওরফে মাছুয়া সাঈদ (৫৪)।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, রোববার (১ জুন) দিবাগত ১টার দিকে রাজধানীর মিরপুর পীরেরবাগ এলাকা থেকে ওয়ানা মারজিয়া নিতুকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি সাইবার বিভাগের একটি দল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উত্তরা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুস সালামকে গ্রেফতার করে।

এরপর সোমবার সকাল সোয়া ৮টার দিকে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিন আহমেদকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে রোববার রাত ৯টার দিকে লালবাগ থেকে মো. নুরুল হককে, রাত সাড়ে ১০টার দিকে পল্লবী এলাকা থেকে মো. নাসির আহমেদকে এবং রাত পৌনে ১২টার দিকে ওয়ারী এলাকা থেকে মো.সাঈদ ওরফে মাছুয়া সাঈদকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কেআর/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।