মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ০৪ জুন ২০২৫

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৪ জুন) বিকেলে ৩টা ১৫ মিনিটে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি।

এসময় টার্মিনালের বিভিন্ন দূরপাল্লার বাস ঘুরে ঘুরে দেখে তিনি। এছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে খোঁজ-খবর নেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা ও যাত্রীদের কোনো ধরনের হয়রানি না করতে শ্রমিকদের আহ্বান জানান তিনি।

মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় স্থাপিত কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।

কেআর/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।