গুলিস্তানে ডিবির হাতে ৫ ছিনতাইকারী ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০৪ জুন ২০২৫

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে প্রতিনিয়ত অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরই অংশ হিসেবে গুলিস্তানে অভিযান পরিচালনা করে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. রানা (২৮), হৃদয় (২৫), বাদশা (৪২), রিফাত (২৪) ও খান জাহান (২৬)।

ডিবি লালবাগ বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মহানগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।