বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলো ছোট ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২০ এএম, ০৬ জুন ২০২৫
ফাইল ছবি

চট্টগ্রামে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মো. মোরশেদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ পশ্চিম বাকলিয়া কেবি আমান আলী রোডের বাসিন্দা। হামলাকারী বড় ভাইয়ের নাম মো. জসিম। ঘটনার পর থেকে জসিম পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই আলাদা বসবাস করতেন। কিন্তু একই মিটারে তারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করতেন। বড় ভাই কোনো বিল পরিশোধ করতেন না। এর আগে লোন নিয়ে ছোট ভাই মোরশেদ আলম বকেয়া বিল পরিশোধ করেন। পরে বিল পরিশোধ নিয়ে আবার বিরোধের সৃষ্টি হয়।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বৃহস্পতিবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই জসিম ছোট ভাই মোরশেদকে ছুরিকাঘাত করেন। পেটে ছুরিকাঘাত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোরশেদ।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে ভিকটিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমডিআইএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।