শুল্ক ফাঁকি

৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৫ জুন ২০২৫

শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন শাড়ি, থ্রি-পিস, থান কাপড়সহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তির নাম সোহেল (২৮)।

শনিবার (১৪ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

গতকাল শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-রমনা বিভাগ।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, ডিবি রমনা বিভাগ রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় ব্যক্তি শাহবাগ থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন শাড়ি, থ্রি-পিস ও থান কাপড় নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিমটি ওই এলাকায় অভিযান পরিচালনা করে এবং সোহেল নামে একজনকে গ্রেফতার করে।

৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

তিনি বলেন, গ্রেফতারকালে তার কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১২০৭ টি শাড়ি, ১২৮৮ টি থ্রি-পিস, ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

উদ্ধার এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১ লাখ ২৩ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।