হোস্টেল থেকে নারী ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৫ জুন ২০২৫
ফাইল ছবি

রাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকার একটি নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।

তারিক লতিফ বলেন, দুপুর ১টার দিকে নীলক্ষেত নারী কর্মজীবী হোস্টেলে পুরাতন বিল্ডিং ৩০৭ নম্বর কক্ষ থেকে সিলিংফ্যানে ঝুলন্ত অবস্থায় শান্তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অগ্রণী ব্যাংকে চাকরি করতেন এবং নারী হোস্টেলে থাকতেন।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রিয়া আক্তার শান্তা বরিশাল সদরের পলাশপুর এলাকার জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে।

কেআর/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।