ডিসি ফিট লিস্টের জন্য ডাক পেলো ২৮তম ব্যাচ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৯ এএম, ১৭ জুন ২০২৫

জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নিয়েছে সরকার। এই ব্যাচের ৪০ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

সোমবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নোটিশে জানানো হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ২১ জুন সকাল সাড়ে ৯টা থেকে ডিসি নিয়োগের ফিট লিস্ট তৈরির সাক্ষাৎকার শুরু হবে। অনুমতি না নিয়ে সাক্ষাৎকারে অনুপস্থিত থাকা ‘বাঞ্ছনীয়’ নয়।

বিসিএস ২৮তম ব্যাচে প্রশাসন ক্যাডারের ১৮৪ জন কর্মকর্তা রয়েছেন। প্রথম ধাপে ১৬৩৩৯-১৬৩৯৭ আইডিধারীদের ফিট লিস্টের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

আরএমএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।