লিবিয়া থেকে দেশে ফিরলো ১৫৮ বাংলাদেশি
অবৈধ পথে গিয়ে লিবিয়ায় আটকেপড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ৪৮ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড ২২২) বিশেষ ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজোরা ডিটেনশন সেন্টার থেকে তারা ঢাকা পৌঁছান।

আরও পড়ুন:
এর আগে, লিবিয়ার স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপোলির মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশে রওয়ানা হন তারা।
আরএএস/এসএনআর/জেআইএম