রামপুরা ও তুরাগ থানায় নতুন ওসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১৭ জুন ২০২৫

ঢাকার রামপুরা ও তুরাগ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৬ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে লাইনওআর-এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম শাহাদত হোসেনকে তুরাগ থানার ওসি এবং তুরাগ থানার ওসি মোহাম্মদ রাহাৎ খানকে রামপুরা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

একই আদেশে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।

টিটি/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।