রামপুরা সাব স্টেশন চালু, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬ এএম, ২৩ জুন ২০২৫

রামপুরা সাব স্টেশনের যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার অনেক স্থান বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যান্ত্রিক সমস্যার ২ ঘণ্টার মধ্যেই বিশেষ ব্যবস্থায় সাব স্টেশনটি চালু করা হয়েছে।

রোববার (২২ জুন) রাত ১২ টার দিকে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাব স্টেশনের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. ইমরান হোসাইন জনি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের গ্রিডে সামান্য যান্ত্রিক ত্রুটি হয়েছিল। এখানে মোট ৩টা ট্রান্সমিটার। আমরা ২ টি চালু করে বিশেষ ব্যবস্থায় গ্রিড সচল করেছি। এখান থেকে সম্পূর্ন লোড পাচ্ছে। বাকি দায়িত্ব ডিপিডিসি, ডেসকোর উপর। আশা করছি কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এর আগে রাত সাড়ে ৯ টায় হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে ঢাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনএস/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।