ভোটার হতে ইসিতে জুবাইদার নিবন্ধন সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৩ জুন ২০২৫
তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান/ছবি: সংগৃহীত

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে তার ছবিসহ পাঁচ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ জুন) ইসি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ভোটার তালিকাভুক্ত করতে হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তার নিবন্ধন সম্পন্ন হয়েছে।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির করার কাজ শুরু হয়। ওই সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি। এরপর তারা আর দেশে আসেননি, ভোটারও হননি। চলতি বছরের ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সঙ্গে দেশে আসেন জুবাইদা রহমান।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ঈদুল আজহার আগে তার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা। এরপর ৫ জুন জুবাইদা রহমান লন্ডন ফিরে যান।

এমওএস/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।