৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে আহমদিয়া যুব সংগঠন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৮ জুন ২০২৫
দুর্গম গুপ্তমনি চরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করে মজলিস খোদ্দামুল আহমদিয়া

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের দুর্গম গুপ্তমনি চরে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

শুক্রবার (২৭ জুন) মজলিস খোদ্দামুল আহমদিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় মজলিস খোদ্দামুল আহমদিয়া গাইবান্ধার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে আহমদিয়া যুব সংগঠন

দোয়ার মাধ্যমে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গির হোসেন। দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া ৮০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।

আরও পড়ুন

মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন উপসহকারী মেডিকেল অফিসার ডা. মো. জাফরুল্লাহ মিয়া। হোমিও চিকিৎসা সেবা দেন মো. জাহাংগীর হোসেন বুলু ও মো. আতাহিয়া রহমান। টেকনিক্যাল সহযোগিতা প্রদান করে মাইশা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।

৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে আহমদিয়া যুব সংগঠন

সংগঠনের স্থানীয় প্রতিনিধি মো. মামুনুর রহমান লিটন বলেন, আমাদের এ সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবসেবামূলক কাজ নিয়মিত করে থাকে। আমরা এর আগেও এখানে শীতবস্ত্র বিতরণ করেছি। আর্তমানবতার সেবার প্রেরণা নিয়ে বিশ্বব্যাপী আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মানবসেবা করি।

এতে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মহির উদ্দিনসহ সংগঠনটির কর্মী ও স্থানীয়রা। স্থানীয় জনগণ আহমদিয়া যুব সংগঠনের এ মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন।

কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।