ইমামদের জাতীয় সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৯ জুন ২০২৫
ইমামদের জাাতীয় সম্মেলনে প্রধান অতিথি আছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাাতীয় সম্মেলন-২০২৫ শুরু হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান সম্মলনে সভাপতিত্ব করছেন। এতে প্রতিযোগীদের পুরস্কার ও সনদপত্র বিতরণের কথা রয়েছে।

এনএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।