মার্চ টু এনবিআর স্থগিত, বিকেলে কর্মকর্তাদের সঙ্গে বসছেন উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৯ জুন ২০২৫
চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব খাতের সংস্কার দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ চলছে এনবিআরে/ছবি জাগো নিউজ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে আজ বিকেলে আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদে।

তবে ওই বৈঠকে থাকছেন না এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আর বৈঠকের উদ্যোগ নেওয়ায় ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্য পরিষদের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, আমরা দূর-দূরান্ত থেকে কর্মকর্তাদের আসতে নিষেধ করছি। যেহেতু উপদেষ্টা আমাদের সঙ্গে বসতে সম্মত হয়েছেন। মার্চ টু এনবিআর স্থগিত করছি। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান থাকবেন না জানিয়ে তিনি বলেন, উনি উপদেষ্টার সঙ্গে বৈঠকে থাকবেন না। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকটি আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে পরিষদের ২০ জন সদস্য উপস্থিত থাকবেন।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারে দাবিতে প্রতিষ্ঠানটিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।

এর অংশ হিসেবে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে।

এসএম/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।