জামায়াতের প্রথমদিনের হরতাল চলছে


প্রকাশিত: ০২:১৯ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে ডাকা জামায়াতের দেশব্যাপী হরতালের প্রথম দিন শুরু হয়েছে। আজ বুধবার ভোর ছয়টা থেকে দুইদিনের হরতাল চলছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবার দুইদিনের এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আজহারুল ইসলামের ফাঁসির আদেশকে ষড়যন্ত্র উল্লেখ করে, জামায়াত নেতা মকবুল আহমদ বিবৃতিতে বলেন, এ ষড়যন্ত্রের প্রতিবাদে ৩১ ডিসেম্বর বুধবার এবং ১ জানুয়ারি বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকার মিথ্যা ও কাল্পনিক অভিযোগে এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করেছে। আর সাজানো সাক্ষীর ভিত্তিতে তার বিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায়ও দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।