চকবাজারে ফুটপাতে পড়ে ছিল নবজাতকের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১১ জুলাই ২০২৫
প্রতীকী ছবি

রাজধানীর চকবাজার থানাধীন বকশিবাজার মোড় এলাকার ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলের দিকে ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, বিকেলে খবর পেয়ে বকশিবাজার মোড়ের ফুটপাত থেকে কালো পলিথিন ব্যাগে পেঁচানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কে বা কারা ওই নবজাতককে ফুটপাতে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা চলছে। এলাকাবাসী কয়েকজনকে জিজ্ঞেস করে কিছু জানা যায়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।