চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:১০ এএম, ১১ জুলাই ২০২৫

নিষিদ্ধ হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা নঈমুদ্দিন মাহফুজকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ছয় মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে নগরীর ইপিজেড থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নঈমুদ্দিন মাহফুজ বাঁশখালীর পশ্চিম বড়ঘোনা আশকরিয়া বাড়ি এলাকার আবু আহমদের ছেলে। ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘদিন তিনি আত্মগোপনে থেকে সামাজিক মাধ্যমে সরকারবিরোধী নানা অপপ্রচার ও বিভিন্ন লোকজনের নামে কুৎসা রটনা করে আসছিল। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে চাম্বলে হাসপাতাল ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে অর্ধডজনেরও বেশি মামলা রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা নইমুদ্দিন মাহফুজকে নগরীর ইপিজেড থানা পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাঁশখালীর মামলাগুলোতে তাকে গ্রেফতার দেখানোর পাশাপাশি আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।