সেবা গ্রহণে গণশুনানি সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারির নির্দেশনা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৬ জুলাই ২০২৫

আগামী ২৪ জুলাইয়ের মধ্যে গণশুনানি সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারি করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১৪ জুলাই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়ন বিষয়ক দ্বিতীয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সেবা গ্রহণে নাগরিকদের সমস্যা, অনুযোগ শোনার জন্য সব সরকারি দপ্তরে নির্দিষ্ট বিরতিতে গণশুনানি নিশ্চিত করতে সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন।

সভায় জানানো হয়, এ সুপারিশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে গণশুনানি বিষয়ে সভা করা হয়েছে। এ বিষয়ে ২০১৪ সালের পরিপত্রে কিছু সংশোধনসহ নতুন পরিপত্র জারি করার কার্যক্রম চলমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সভায় এই মর্মে সিদ্ধান্ত হয় যে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে গণশুনানি সংক্রান্ত সংশোধিত পরিপত্র জারি করতে হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।